sliderপতাকা ক্যারিয়ার

২ কোটি ১০ লক্ষ রুপির বেতনে যেভাবে ফেসবুকে চাকরি পান জয়পুরের তরুণী

একজন ব্যবহারকারী হিসাবে ফেসবুকে সাইন আপ করার সময় জয়পুরের আস্থা আগরওয়াল কোনও দিনও বোধহয় ভাবেননি এই সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থা থেকেই তিনি কাজের প্রস্তাব পাবেন। আজারবাইজানে জুনিয়র অলিম্পিয়াডে গিয়ে কিছু বন্ধু হয়েছিল আস্থার, তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতেই ফেসবুকে অ্যাকাউন্ট খোলে সে।
২০১৪ সালের মে মাসে ক্যালিফোর্নিয়ায় ফেসবুক হেডকোয়ার্টারে সামার ইন্টার্নশিপের জন্য যান এই তরুণী। দু’মাস ইন্টার্নশিপের পর ফেসবুক থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে চাকরির প্রস্তাব পান আস্থা।
এতদিন পর্যন্ত নিজের বেতন নিয়ে খুব একটা মাথা ঘামাননি এই জয়পুরের তরুণী। কিন্তু হঠাৎ করেই একদিন বেতন নিয়ে হিসাব নিকাশ করার সময় তিনি উপলব্ধি করেন সাম্প্রতিক কালে মার্ক জুকারবার্গের সমস্ত চাকরি প্রস্তাবের মধ্যে তাঁর বেতনই সর্বোচ্চ।

Related Articles

Leave a Reply

Back to top button