মোমিনুর রহমান,মানিকগঞ্জ: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠা ও অস্ত্র সহ পৈশাচিক হত্যাকান্ডের শহীদদের মাগফেরাতে দোয়া ও বিচারের দাবীতে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ পৌরসভা।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে ৩.৩০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ্যাডভোকেট এসএম ফেরদৌসের সঞ্চালনায় মানিকগঞ্জ পৌরসভার আমির হুমায়ুন কবিরের সভাপতিত্বে সবার কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি হয়ে হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার সাবেক আমির,ঢাকা উত্তর অঞ্চলের সহকারি পরিচালক অধ্যক্ষ হযরত মাওলানা দেলওয়ার হোসাইন।
প্রধান অতিথি বলেন,আওয়ামীলীগ এদেশে রাজনীতি করতে পারবে কি না সেটি সিদ্ধান্ত নেবে এদেশের জনগন। তবে খুনি হাসিনাকে দেশে আসতে হলে ইন্টারপোলের মাধ্যমে বিচারের মুখোমুখি হয়ে আসতে হবে। গণহত্যার দায়ে তাকে ফাঁসি দিতে হবে। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগ লগি-বৈঠা দিয়ে শাপের মতো পিটিয়ে যেভাবে মানুষ হত্যা করেছিল তার নির্দেশদাতা দলটির প্রধান শেখ হাসিনা। তাদের অপরাধের কারনেই ৫ আগষ্ট শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়।
নেতারা আরো বলেন ছাত্রলীগ কে নিষিদ্ধ করা হয়েছে তেমনি ভাবে সন্ত্রাসী সংগঠন আওয়ামীলীগসহ তার সকল অংঙ্গ সংগঠন গুলোকে নিষিদ্ধ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা শাখার আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, মানিকগঞ্জ জেলার আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসাইন,ছাত্রশিবিরের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মো:সিরাজুল ইসলাম বাবুল,পৌরসভার সেক্রেটারি মাওলানা মহিদুর রহমান,সদর থানা সেক্রেটারি এডভোকেট কাজী সালাউদ্দিন,পৌরসভার বাইতুলমান সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ।
আলোচনা শেষে শহীদদের মাগফেরাতে দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।