sliderস্থানীয়

২৭ ঘন্টা পর নিখোঁজ ডুবুরির লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে নিখোঁজ ডুবুরি আমান উল্লাহর(২৫) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোজের ২৭ ঘন্টা পর বুধবার (৯ আগস্ট) পদ্মা নদীর ঘটনাস্থলের প্রায় ০৭ কিমি দূর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য জানিয়েছেন।
নিহত আমান উল্লাহ (২৫) খুলনা জেলার রুপসা উপজেলার দোয়াড়া এলাকার বাসিন্দা খান রজ্জব আলীর ছেলে।

হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য বলেন, মৃত ওই ডুবুরি মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১১ টা ৪৫ মিনিটে নদীতে ফেলা জিও ব্যাগ যথাযথভাবে ফেলা হয়েছে কিনা দেখার জন্য অক্সিজেন মাস্কসহ ডুবুরির যাবতীয় সরঞ্জাম নিয়ে নদীর পানির নিচে যায়। প্রায় ১৫ মিনিট পর আমান উল্লাহ ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করলে নদীর পাড়ে থাকা অপর ডুবুরি জাহিদ পানিতে নেমে যান। কিন্তু ততক্ষণে আমান উল্লাহ পানিতে তলিয়ে যায়। তার প্রায় ২৭ ঘন্টা পরে ঘটনাস্থলের ০৭ কিমি দূর থেকে আজ লাশটি উদ্ধার করা হয়। লাশ সনাক্ত সহ যাবতীয় কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button