২৬ মার্চে ১ম পুরস্কার হারমোনি পেল ঘিওর ডিএন
সোহেল রানা, মানিকগঞ্জ : অন্যান্য বছরের তুলনায় এ বছর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি জাকজমক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নবাব সিরাজদ্দৌলা মঞ্চে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সম্বোর্ধনা, ডিসপ্লে, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী অন্যান্য কার্য্যক্রমের মধ্যে সবচাইতে দৃষ্টি নন্দন ছিল ১৬টি স্কুল-কলেজের ডিসপ্লে প্রদর্শনী। এতে ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় ১ম স্থান, ঘিওর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ২য় স্থান ও শাহীন মেধা সিঁড়ি স্কুল ৩য় স্থান লাভ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব। এ সময় ১ম স্থান অর্জনকারী বিজয়ী পুরস্কার গ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা। ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান শিকদার জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় প্রতি বছর ডিসপ্লেতে অংশগ্রহণ করে আসছে। অন্যান্য বছরের তুলনায় এ বছরের স্বাধীনতা দিবস উদযাপন ছিল একটু ব্যতিক্রমী। ঘিওর উপজেলা নির্বাহী অফিসারের মধ্যেমে এবারের প্রথম পুরস্কার হারমোনি পেয়ে স্কুলের শিক্ষার্থীরা খুবই আনন্দিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিও এন্ড টেলিভিশনের ফারমার আরর্টিস্ট সাবিনা ইয়াছমিন (সীমা ইসলাম), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা ও ইশতিয়াক আহমেদ শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কে.এম সিদ্দীক আলী, ঘিওর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী খান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আঃ আলীম মিন্টু, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, ঘিওর ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, উপজেলা যুবলীগের আহ্ববায়ক বাবুল বেপারী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ছানোয়ার হোসেন সহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার রাজনৈতক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজ।