
মানিকগঞ্জ প্রতিনিধি: ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের দাবীতে মানিকগঞ্জ আলোর মিছিল, প্রদীপ প্রজ্বলন ও অলোচনা সভা করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের সাবিস মিলনায়নে আলোচনা সভা ও গান পরিবেশন শেষে শহীদ রফিক সড়কে এই কর্মসূচী শুরু করা হয়।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু, ৭১”র সেক্টরর্স কমান্ডার ফোরামের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডঃ দীপক কুমার ঘোষ প্রমুখ। এতে গণজাগরন মঞ্চ, উদীচী, উত্তরণ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধের স্মৃতি ফলকে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচী শেষ করা হয়।