sliderখেলা

২৪ জুন থেকে প্রিমিয়ার লিগ

আগামী ২৪ জুন থেকে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের নবম আসর শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই সঙ্গে অংশগ্রহণকারী ১২টি দলের প্রত্যেককে ৩০ লাখ টাকা করে অ্যাপিয়ারেন্স মানি দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।

বাফুফে ভবনে বাফুফের পেশাদার ফুটবল কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ক্লাবগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ জুন বন্দর নগরী চট্টগ্রামে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের। প্রথমে চট্টগ্রাম, এরপরে সিলেটে, ধারাবাহিকভাবে ঢাকা, রাজশাহী, বরিশাল ও গোপালগঞ্জ অথবা ময়মনসিংহ ঘুরে শেষ হবে বিপিএল এর নবম আসর।

ক্লাবগুলোকে ঢাকার বাইরে থাকা-খাওয়ার ব্যয় নির্বাহ করার জন্য বাফুফে ক্লাব প্রতি মাথা পিছু ত্রিশ লাখ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে শুধু ক্লাবগুলোকেই ৩ কোটি ৬০ লাখ টাকা দিতে হবে বাফুফেকে। বাফুফে চার কোটি টাকায় বিপিএল এর স্বত্ব বিক্রয় করেছে সাইফ গ্লোবাল স্পোর্টসের কাছে।

বিপিএল-এ মোট নয় কোটি টাকা ব্যয় হবে। এর মাঝে বাফুফে খরচ করবে দুই কোটি, সাইফ গ্লোবাল স্পোর্টস বিপিএল এর প্রচার ও প্রসারের জন্য ব্যয় করবে আরও তিন কোটি টাকা।

সভায় আরও সিদ্ধান্ত হয়, যেসব ভেন্যুতে ফ্লাড লাইট রয়েছে সেখানে দিনে দুটি করে, আর যেখানে ফ্লাড লাইট নেই সেখানে দিনে একটি করে খেলা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button