আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং এ সংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ অঞ্চলের ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা ইত্যাদি নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরে উন্নতি হবে।
আজ বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এছাড়াও আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতিও স্থিতিশীল থাকবে বলে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এ সংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরে উন্নতি হতে পারে।
একইসাথে উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।
এখন পর্যন্ত বন্যায় ১০টি জেলা আক্রান্ত হয়েছে। এগুলো হলো- ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, সিলেট ও লক্ষ্মীপুর।
এসব জেলায় পানিবন্দী হয়ে পড়েছে ৫ লাখ ৮৬ হাজারের বেশি পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ।
পানিবন্দী লোকের জন্য মোট ২ হাজার ২৪৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়।
দশ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য মোট ৪৯২টি মেডিক্যাল টিম চালু রয়েছে বলেও জানানো হয়েছে।
সূত্র : বিবিসি