sliderশিরোনামসুস্থ থাকুন

২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের ‍মৃত্যু, শনাক্ত ৮১৪

দেশে একদিনে করোনায় শনাক্তের হার বেড়েছে ।
গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত দাঁড়িয়েছে ৮১৪ জনে। আগের দিন এই সংখ্যা ছিল ৯৩৯ জন। ৮১৪ জনের মধ্যে রাজধানীতেই ৫৭৫ জন শনাক্ত হয়েছেন। অর্থাৎ মোট শনাক্তের ৭১ শতাংশই রয়েছেন ঢাকা মহানগরীতে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৭ দশমিক ৪৭ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৫৯ শতাংশ। নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২০০ জনে।
নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৮৯ হাজার ৮৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ১০০৯ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ১৩ হাজার ২১৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৬৩টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button