অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: নাহিদ ইসলাম।
সোমবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়েকরা উপস্থিত ছিলেন।
নাহিদ বলেন, ‘এই অভ্যুত্থানকে শহীদ ছাত্র-জনতাকে উৎসর্গ করছি।’
জানিয়েছেন, অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র, নাগরিক সমাজ এবং রাজনৈতিক নেতৃত্বের অংশগ্রহণে হবে এ অন্তর্বর্তীকালীন সরকার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ বলেন, ‘ছাত্র-নাগরিক গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। ছাত্র-নাগরিক প্রতিনিধিত্বের সাথে আলোচনা ব্যতীত কোনোপ্রকার সেনা-সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যাবে না। অভ্যুত্থানে অংশীজন ছাত্র, নাগরিক সমাজ এবং রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্ব অন্তর্বর্তীকালীন সরকারে নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদের সহযোগী বা সুবিধাভোগীদের এ সরকারে অংশ নিতে দেয়া হবে না।’
তিনি আরো বলেন, ‘ছাত্র-নাগরিক অভ্যুত্থান অর্জন হয়েছে। কোনো উস্কানি, সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে যেন না উঠে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগ পর্যন্ত যারা ঢাকায় আছেন তারা রাজপথে শান্তিপূর্ণভাবে অবস্থান করুন।’
আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, ‘গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্বর্তীকালীন সরকারে আমন্ত্রণ জানানো হবে।’
নিজেদের দাবি সম্পর্কে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার প্রথম দিনেই গত ১৬ বছরে যত রাজনৈতিক নেতা-কর্মীকে কারাগারে আটকে রাখা হয়েছে, তাদের মুক্তি দিতে হবে। এছাড়া সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হতে হবে।’