sliderজাতীয়শিরোনাম

২২ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ

ইলিশ মাছ রক্ষার স্বার্থে আগামী ২২ দিনের জন্য ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। দেশের ২৭টি জেলার নদ-নদী ও উপকূলে মাছ ধরার এ নিষেধাজ্ঞা চালু হয়েছে আজ বুধবার থেকে।
ইলিশ মাছ ধরা, বিক্রি করা, পরিবহন, মজুদ অথবা বিনিময় করা এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকবে। চিহ্নিত ৭ হাজার বর্গ কিলোমিটার এলাকাসহ সারা দেশে ইলিশের প্রজনন ক্ষেত্র থেকে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ইলিশ মাছ ধরা যাবে না।
এ জন্য ইলিশ মাছ ধরা জেলেদের ভিজিএফ কার্ডের আওতায় চাল দেবে সরকার। জেলে প্রতি ২০ কেজি করে চাল দেয়া হবে বলে জানা গেছে। নিষিদ্ধ ২২ দিনের জন্য দেশের ৭৬ টি উপজেলায় এই কর্মসূচির আওতায় মোট ৫৬ হাজার ৭২৩ জন জেলেকে চাল বিতরণ করা হবে।
নভেম্বর ২ তারিখের পর পুনরায় ইলিশ মাছ ধরতে পারবে জেলেরা। এর আগে পদ্মা ও মেঘনাসহ বড় নদীতে মাছ ধরার জাল ফেললে জেল-জরিমানা গুনতে হবে জেলেদের। নিষিদ্ধ সময়ে কোন জেলে মাছ ধরলে তােক দুই বছরের কারাদণ্ড ও পাঁচ থেকে দশ হাজার টাকা জরিমানা করা হবে।
বাংলা আশ্বিন মাস ইলিশ মাছের ডিম ছাড়ার মৌসুম। ডিম পড়ার জন্য উপকূলীয় এলাকার মা ইলিশ এ সময়ে পদ্মা-মেঘনায় চলে আসে। এ সময় ইলিশ মাছ ধরলে মাছের বংশ বৃদ্ধি হতে পারে না। তাই প্রতি বছর এ সময়টাতে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
মৎস‌্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, ‘দেশের বিভিন্ন মৎস‌্য আড়ৎ ও হাট-বাজারে ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্য়ন্ত অভিযান চালাবে প্রশাসন। এছাও নদী পাহারা দেবে নৌবাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button