sliderখেলা

২০০ তম ওয়ানডেতে সেঞ্চুরি; কত রেকর্ড গড়লেন কোহলি!

রেকর্ড এবং ভারত অধিনায়ক বিরাট কোহলি, এখন অনেকটা সমার্থক শব্দ হয়ে গেছে। ব্যাট হাতে বাইশ গজে নামলেই কোনো না কোনো রেকর্ড তার নামের পাশে লেখা হয়ে যায়। এমনকি শূন্য রানে আউট হলেও রেকর্ড বুকে নাম উঠে যায়। রোববার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়েতে সিরিজের প্রথম ওয়াডেতেও একই ধারা বজায় রাখলেন ভারত অধিনায়ক। তবে একটি নয়, শতরান করে একই দিনে ভেঙে ফেললেন বেশ কয়েকটি রেকর্ড।
আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত করেছে ২৮০ রান, ৬ উইকেটে। নিউজিল্যান্ড এখন কত করে সেটাই দেখার বিষয়। কোহলি ১২৫ বলে ১২১ রান করেন। তার এই ইনিংসই ভারতের জন্য জয়ের সম্ভাবনা সৃষ্টি করেছে। আর কেউই হাফসেঞ্চুরির কাছেও যেতে পারেনি। বলা যায়, কোহলি একাই লড়লেন এই ম্যাচে।
এটিই ছিল বিরাট কোহলির ২০০ তম ওয়ানডে ম্যাচ। আর ম্যাচে শতরান করে ভেঙে ফেললেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের শতরানের রেকর্ড। ৩৭৫টি ওয়ানডেতে পন্টিং করেছিলেন ৩০টি শতরান। আর কেবলমাত্র ২০০টি ম্যাচে সেই মাইলস্টোন টপকে গেলেন চিকু। ৩১ নম্বর শতরানটি করে ফেললেন তিনি। এখন সামনে শুধু রয়েছেন মাস্টার ব্লাস্টার শচিন টেন্ডুলকার। ৪৬৩টি ওয়ানডে ম্যাচে শচিনের শতরানের সংখ্যা ৪৯। এদিকে, ২০০ তম ওয়ানডেতে শতরান করার রেকর্ড এর আগে কেবল ছিল এবি ডিভিলিয়ার্সের। সেই তালিকাতেও নাম লেখালেন কোহলি।
এখানেই শেষ নয়, ২০০টি ওয়ানডে ম্যাচ খেলার পর সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ডও বিরাটের দখলেই। পিছনে ফেললেন ডিভিলিয়ার্স (৮,৬২১) এবং সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে (৭,৭৪৭)। এছাড়া বর্তমানে এক ক্যালেন্ডার বর্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিকও এখন ক্যাপ্টেন কোহলিই।
এদিকে, বিরাটের এত রেকর্ডের দিনে ওয়াংখেড়ে সাক্ষী থাকল এক অনন্য দৃশ্যের। এই মাঠেই ২০১১ সালে ভারত অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর এদিন চার উইকেট পড়ে যাওয়ার পর ধোনি যখন ব্যাট করতে নামলেন, তখন তার উদ্দেশে উঠে দাঁড়িয়ে হাততালি দেয় গোটা স্টেডিয়াম।
ভারত : শিখর ধবন, রোহিত শর্মা, বিরাট কোহালি (অধিনায়ক), দিনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি(উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল
নিউজিল্যান্ড : মার্টিন গপ্তিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন(অধিনায়ক), রস টেলর, টম লাথাম(উইকেট রক্ষক), হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, অ্যডাম মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

Related Articles

Leave a Reply

Back to top button