১ ডিসেম্বর থেকে কলকাতায় ডানা মেলবে নভোএয়ার
বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার ইয়াংগুনের পরে এবার দ্বিতীয় আন্তর্জাতিক রুট কলকাতায় ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে। আগামী ১ ডিসেম্বর প্রথম ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে। আর ১৪ ডিসেম্বর চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট চলাচল শুরু করবে।
রোববার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এয়ারলাইন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান একথা জানান।
তিনি বলেন, নভোএয়ারের শুরু থেকেই আমাদের উদ্দেশ্য ছিলো অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা শেষ করে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার। গত ডিসেম্বর থেকে পাশ্ববর্তী দেশ মিয়ানমারের ইয়াংগুন রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছি।
তিনি বলেন, প্রমোশনাল রিটার্ন ভাড়া হিসাবে সর্বনিন্ম নয় হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সপ্তাহের চার দিন অর্থাৎ প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার ঢাকা থেকে কলকাতা যাবে এবং কলকাতা থেকে ঢাকায় ফিরবে। দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে কলকাতায় পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ৩টায়। অন্যদিকে স্থানীয় সময় বিকেল ৪টায় কলকাতা থেকে ছেড়ে ৫টা ২৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে। এসব ফ্লাইটে রাখা হয়েছে যাত্রীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা।
নভোএয়ারের হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস্ সোহেল মজিদ বলেন, সপ্তাহের চারদিন ঢাকা-কলকাতা রুটে চলবে আমাদের ফ্লাইট। বাকি তিনদিন কেউ কলকাতা যেতে চাইলে চট্টগ্রাম থেকে যেতে পারবেন। তবে এক্ষেত্রে ভাড়া পড়বে সর্বনিম্ন ১১ হাজার ৫৫৫ টাকা।
বিস্তারিত তথ্যর জন্য ১৩৬০৩ নম্বরে ফোন অথবা flynovoair.com এ ভিজিটের জন্য অনুরোধ জানানো হয়েছে।