sliderদূর্ঘটনাশিরোনাম

১৫৭ যাত্রী নিয়ে ইথিওপিয়ান বিমান বিধ্বস্ত

কেনিয়ার নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। উড়োজাহাজটিতে ১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন বলে প্রাথমিক জানা গেছে। তবে এ ঘটনায় ঠিক কতজন মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইথিওপিয়ান এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন, স্থানীয় সময় রোববার সকাল ৮টা ৪৪ মিনিটের দিকে এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের বিমানটি বিধ্বস্ত হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় বিমান বিধ্বস্তে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
বিমানসংস্থা বলছে, রাজধানী আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকের বিশোফতু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, আদ্দিসআবাবা থেকে বিমানটি নাইরোবির উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

Related Articles

Leave a Reply

Back to top button