sliderস্থানীয়

১২০ টাকায় পুলিশে চাকুরী, শুভেচ্ছা জানাতে বাড়িতে হাজির পুলিশ অফিসার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার আমগ্রামের বাসিন্দা শান্তা বালা নামের এক মেয়ে ১২০ টাকায় পুলিশের কনস্টেবল পদে চাকুরী পায়। চাকুরী পাওয়ার খবর পেয়ে বোয়ালমারী থানার এসআই মামুন ইসলাম গত মঙ্গলবার ওই চাকুরী পাওয়া শান্তা বালার বাড়িতে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান। শান্তা বালা আমগ্রামের সাধন বালার মেয়ে।

এসআই মামুন ইসলাম জানান, গত মাঠে ফরিদপুর পুলিশের ভর্তি মাঠ ছিল। ওই মাঠে শান্তা বালার ১২০ টাকায় চাকুরী হয়েছে। আমরা খবর পেলে অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম স্যারের নির্দেশে তার বাড়ি আমগ্রামে গিয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

শান্তা বালা বলেন, মাত্র ১২০ টাকায় পুলিশের চাকুরী পেয়ে আমি এবং আমার পরিবার অনেক খুশি।৷ জীবনের স্বপ্ন পূরণ হলো মাত্র ১২০ টাকায়।

Related Articles

Leave a Reply

Back to top button