sliderশিরোনামশীর্ষ সংবাদ

১০ দেশ থেকে দেশে ফ্লাইট আসা নিষিদ্ধ

যুক্তরাষ্ট্র, ব্যাংকক, চীন এবং হংকং ছাড়া ১০টি দেশ থেকে ফ্লাইট আসা নিষিদ্ধ করেছে বাংলাদেশ। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী ছড়িয়ে পড়া রোধে শনিবার মধ্যরাত থেকে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ (সিএএবি) শনিবার জারি করা এক নোটামে (নোটিশ টু এয়ারম্যান) এ তথ্য জানিয়েছে, ২১ মার্চ মধ্যরাত থেকে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এতে বলা হয়েছে, বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ইউএই, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত থেকে ছেড়ে আসা নির্ধারিত কোনো আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বাংলাদেশের কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারবে না।
এর আগে এই দশটি দেশ করোনা ভাইরাস আতঙ্কে বাংলাদেশিদের তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button