ভারতে যৌন হয়রানি বা ধর্ষণ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। রেহাই পাচ্ছে না দুই বছরের শিশু থেকে একশো বছরের বৃদ্ধারও।
এবার ভারতের উত্তরপ্রদেশের মেরঠ জেলার জানি গ্রামে একশো বছর বয়সি এক বৃদ্ধাকে ধর্ষণ করেছে এক মাদকাসক্ত যুবক। যৌন অত্যাচারে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মেরঠ জেলার জানি গ্রামে ভাইয়ের সঙ্গে থাকতেন ওই বৃদ্ধা। ধর্ষণ করে পালানোর সময় ওই বৃদ্ধার কান্নার আওয়াজ শুনে ছুটে আসেন তার ভাই। পরে গ্রামবাসী অভিযুক্ত তরুণ অঙ্কিত পুনিয়াকে ধরে ফেলে। অঙ্কিত পুনিয়া সেই সময় মাদকাসক্ত ছিল।
পুলিশ সূত্রে খবর, যেহেতু ধর্ষণের পর ওই বৃদ্ধা মারা গেছে, তাই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারাই কার্যকর হবে। যদিও পুলিশি জেরায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছে অঙ্কিত পুনিয়া।