sliderশিক্ষা

হ্যাকারের কবলে শাবির ওয়েবসাইট

সংবাদদাতা : হ্যাকারের কবলে পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। হ্যাকার নিজেকে বিশ্ববিদ্যালয়েরই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী দাবি করে হ্যাক হওয়ায় সাইটটিতে বার্তা দিয়েছে।
গতকাল বুধবার রাত ১২টার দিকে ওয়েবসাইট www.sust.edu হ্যাক করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য নিজেই সবাইকে জানায় ‘লুলয সেক’ নামধারী ঐ হ্যাকার।
শাবির ওয়েবসাইট নিজের নিয়ন্ত্রণে নিয়ে হ্যাকার সেখানে একটি বার্তা লিখে রেখেছে, ‘হেই সাস্ট, তুমি আর নিরাপদ নও। আমাকে মনে পড়ে? আগেও একবার সাইটটি ডাউন করেছিলাম।’ তারপর নিজের পরিচয় হিসেবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ লিখে রাখে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম বৃহস্পতিবার সকালে জানান, ওয়েবসাইটটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে। আপাতত এটিকে বন্ধ করে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button