sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

হোয়াইট হাউসে ঢুকে পড়েছে বন্যার পানি

প্রবল বৃষ্টির কারণে বন্যার পানিতে ভাসছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। পানিতে আটকা পড়েছেন রাজধানীর অনেক বাসিন্দা। বন্যার পানি দেখা গেছে হোয়াইট হাউজেও।
টুইটারে প্রকাশিত এক ছবিতে দেখা যায় ১৬০০ পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের ওই বাড়ির বেসমেন্ট চেয়ার ও ডেস্কের নিচে পানি জমে আছে।
জানা গেছে, সোমবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বৃষ্টি হয়েছে ৩.৩ ইঞ্চি। এতেই নাকাল অবস্থা। মাত্র এক ঘণ্টার টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। রাস্তা-ঘাটে পানি জমে গেছে। স্থবির অবস্থা রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের।
ভারী বৃষ্টির কারণে বন্ধ করে দেওয়া হয় ওয়াশিংটনের সব জাদুঘর ও স্মৃতি সৌধ। পানিতে আটকে পড়া গাড়ির ভেতর থেকে বহু মানুষকে উদ্ধার করে আনা হয়।

হোয়াইট হাউসের অফিস কক্ষে মেঝেতে বন্যার পানি। ছবি : সংগৃহীত

আবহাওয়া দপ্তর জানায়, ১৮৭১ সাল থেকে ২০১৯ সালের মধ্যে সোমবার যে পরিমাণে বৃষ্টি হয়েছে, তা এর আগে মাত্র ছয়বার দেখেছে আমেরিকা।
বাসিন্দাদের সাবধান করে বলা হয়, লাগাতার বৃষ্টিতে দেখা দিতে পারে জীবনের ঝুঁকি। উঁচু কোনো জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
বৃষ্টিতে উত্তর পশ্চিমে ভার্জিনিয়ার আর্লিংটনেরও একই অবস্থা। সোমবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে সেখানে বৃষ্টি হয়েছে প্রায় ৫ ইঞ্চি।
পানি ঢুকেছে হোয়াইট হাউজেও। মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের পশ্চিম দিকে অবস্থিত ভূগর্ভস্থ ঘরে পানি চুইয়ে পড়েছে। ওই ঘরটি হোয়াইট হাউজের মিডিয়া ব্রিফিং রুম। হোয়াইট হাউসের কর্মীরা তাদের দফতরের পানিতে ভাসা কার্পেটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।
হোয়াইট হাউজে ঢুকে পড়া পানির ছবি টুইটারে পোস্ট করে সিএনএনের এক সাংবাদিক লিখেছেন, ‘হোয়াইট হাউজের ফুটো দিয়ে পানি পড়ছে।’

Related Articles

Leave a Reply

Back to top button