sliderস্থানীয়

খাদিজা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া

দাউদকান্দি( কুমিল্লা) সংবাদদাতাঃ বৃহস্পতিবার সকালে হোমনা উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন খন্দকার, দাতা সদস্য আজিজুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ কামাল মিয়া, মোঃ তোফায়েল আহমেদ, মোঃ জাকির হোসেন সরকার, মোঃ দেলোয়ার হোসেন ফারুক ও শাহনাজ আক্তার স্বপ্নাকে বিদ্যালয় মিলনায়তনে এক সংবর্ধনা দেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক ও পদাধিকার বলে সদস্য সচিব মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ মনিরুল মমিন এর সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কমিটির নেতৃবৃন্দকে ব্যপক ভাবে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত প্রধান অতিথি মোঃ মহিউদ্দিন খন্দকার তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। সে কারনে আজ দেশের শিক্ষাঙ্গনের একাডেমিক ভবন সহ নানাবিধ উন্নয়ন চলমান রয়েছে। খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনীয় উন্নয়ন সমাধানের লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরি মহোদয় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছেন।মেধা মনন,ক্রীড়া ও সংস্কৃতিতে উপজেলা এবং জেলা পর্যায়ে এই স্কুলের শিক্ষার্থীদের অসামান্য নৈপুর্নেযের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান এবং শিক্ষা সামগ্রী বিতরণ করেন। পরে আসন্ন এসএসসি পরীক্ষায় সাফল্য কামনা করে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ , অভিভাবক প্রতিনিধি, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। মুনাজাত ও দোয়া মাহফিলে বিভিন্ন মসজিদ ও শিক্ষাঙ্গনের আলেম ওলামা বৃন্দ অংশ গ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button