sliderস্থানীয়

হোমনা কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪, কুমিল্লা জেলার হোমনা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে উপজেলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান রামকৃষ্ণ পুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় । হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য প্রকাশ পায়। শিক্ষা অফিস সূত্রে জানা যায়, হোমনা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪’ বিদ্যালয় পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় কে নির্বাচিত করা হয়েছে।

জানা যায়, বিদ্যালয়ের  ফলাফল, পাশ করা শিক্ষার্থীদের সংখ্যা, শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত, কর্মরত‌‌ শিক্ষকদের অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতার মানের গড়, ভৌত অবকাঠামোগত সুবিধা, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, জাতীয় দিবস উদযাপন, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সুপেয় পানির ব্যবস্থা, লেখাপড়ার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম, স্কাউট, গার্লস গাইড, সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়মিত চর্চা, কম্পিউটার ল্যাব, ইনোভেশন মানদন্ডের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব বজায় রাখার গৌরব কয়েছে। বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বলেন, এই বিদ্যালয়টি হোমনা উপজেলার নারী শিক্ষা বিস্তরণের প্রথম প্রতিষ্ঠান। ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে উপজেলার অন্যতম বিদ্যালয়  হিসেবে খ্যাতি অর্জন করেছে। আমি যোগদান কালীন পর থেকে বিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষকের আন্তরিক প্রচেষ্টায়  লেখাপড়ার মান ভালো করিবার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি‌। আমাদের বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত করায় দক্ষ নির্বাচক মন্ডলীসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রশাসন, উপজেলার মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধানগণ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ  সকলের প্রতি ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Related Articles

Leave a Reply

Back to top button