
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার হোমনায় সর্বশ্রেষ্ঠ প্রিয় নবী ও রসূল হযরত মুহাম্মদ (স:) পৃথিবীতে আগমন উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটি বাংলাদেশ, হোমনা উপজেলা শাখার উদ্যোগে জশনে জুলুস পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ই রবিউল আউয়াল সকাল ১০ টায় আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটি বাংলাদেশ, হোমনা উপজেলা শাখার সভাপতি, উস্তাজুল উলামা পীরে তরিকত আলহাজ্ব আল্লামা আব্দুস সাত্তার আল কাদেরীর নেতৃত্বে সুন্নি জামাতের এক বিশাল জশনে জুলুস উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে পৌর সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে হোমনা কবরস্থান সংলগ্ন কাদেরিয়া তৈয়েবিয়া হাফিজিয়া সুন্নী মাদ্রাসার মাঠে অবস্থান করে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । মোঃ বাহাউদ্দিন, সভাপতি যুব সেনার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান টিপু, ইসলামী ফন্টের সভাপতি, মোঃ কবীর হোসাইন,আলোচিত মুখ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস সালাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ খলিলুর রহমান। ইসলামী ফ্রন্টের সাহিত্য সম্পাদক হাফেজ নিজামুদ্দিন। যুবসেনা সাধারণ সম্পাদক মাওলানা নেছার উদ্দিন। ছাত্র সমাজ সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন মাইজভান্ডারী প্রমুখ । উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম খতিব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। মাহফিলে হাফেজ মাওলানা আব্দুস সালাম বলেন, আল্লাহর রহমত হিসেবে ১২ রবিউল আউয়াল পৃথিবীতে আবির্ভূত হন আমাদের প্রিয় রাসূল হজরত মুহাম্মদ (সা.)। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে আবির্ভূত হয়ে তার সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ্য সাম্য মানবতা প্রতিষ্ঠা করেন। এদিকে জশনে জুলুসে উপলক্ষে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে কয়েক হাজার মুসল্লী সমাগম ঘটে।উপজেলার বিভিন্ন ইউনিয়েন থেকে মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ হাজার হাজার মুসল্লি এই জশনে জুলুসে অংশ নেন। পরে মিলাদ মাহফিল শেষে দেশ জাতির উন্নতি সমৃদ্ধি কামনায়ে মোনাজাত ও তাবারক বিতরণ করা হয়ে।