
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার হোমনায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠানের মধ্য দিয়ে জনপ্রতিনিধি ব্যাডমিন্টন টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়েছে। বুধবার রাতে অফিসার্স ক্লাব মাঠে সেমিফাইনাল, ফাইনাল ম্যাচ এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে ২-১ ম্যাচের ব্যবধানে আসাদপুর ইউনিয়ন পরিষদ মাথাভাঙা ইউনিয়ন পরিষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রাউন্ড লীগ পদ্ধতিতে এ ট্যুর্নামেন্টের উদ্বোধন হয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান।
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মহিউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, কানুন গো আব্দুল করিম সরকার প্রমুখ।
অতিথিরা চ্যাম্পিয়ন আসাদপুর ইউনিয়ন পরিষদের চতুর্থ বার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান ও ইউপি সদস্য শিব্বির আহমেদের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন।
ট্যুর্নামেন্টে ১টি উপজেলা পরিষদ, ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন পরিষদের মোট ১১টি দল অংশগ্রহণ করে।