sliderস্থানীয়

হোমনায় অধ্যক্ষ সেলিম ভুইঁয়ার গনসংযোগ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক এড. সেলিম ভুইঁয়া, ১১ আগষ্ট শুক্রবার সকালে মেঘনা মুক্তি নগর থেকে গণসংযোগ শুরু করে হোমনার ঘাগুটিয়া এসে দিনভর কর্মসূচি সমাপ্ত করেন।
দুপুরে তিনি রামপুর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।
এরপর সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন সাহেবের রামপুরস্থ বাসভবন প্রাঙ্গণে সমবেত জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
জাতীয় এবং স্থানীয় অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বক্তব্য গুলো তুলে ধরার জন্য তিনি গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন প্রবীণ বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, রফিকুল ইসলাম মুকুল, মনিরুল ইসলাম, মাসুরুল হক সরকার ও মহসিন ভুইয়া প্রমুখ।
পরে অধ্যক্ষ সেলিম ভুইঁয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন সাহেবের কবর জিয়ারত করেন।
এসময় তাঁর সফরসঙ্গী অসংখ্য নেতাকর্মী মুনাজাতে শরীক হন।
উল্লেখ্য সেলিম ভুইঁয়া, কুমিল্লা-২ সংসদীয় আসন হোমনা -মেঘনা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

Related Articles

Leave a Reply

Back to top button