slider

হোমনার রামকৃষ্ণপুর কলেজে শিক্ষক-কর্মচারিদের বিদায় সংবর্ধনা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার হোমনা রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ১০ শিক্ষক ও কর্মচারিকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার বিকালে কলেজ চত্বরে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলেন-সাবেক অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম,ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমরুল কায়েস, সহকারি অধ্যাপক মো. জামির হোসেন ভূঁইয়া, সহকারি অধ্যাপক মো. রওশন আহমেদ, সিনিয়র অফিস সহকারি মো.মোবারক হোসেন, হিসাব সহকারি মো. মিজানুর রহমান, অফিস সহকারি মো.এনামুল হক ভূঁইয়া, নিম্নমান অফিস সহকারি মো.শহিদুল ইসলাম,পরিছন্নকর্মী মো.আবুল কাশেম, নৈশ প্রহরী মো. নাসির উদ্দিন । রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. লোকমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ।

কলেজের সাবেক শিক্ষার্থী গ্রীনভয়েস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মো.হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান রেহানা বেগম, ইউএনও ক্ষেমালিকা চাকমা, ওসি জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মকবুল হোসেন পাঠান, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো.হুমায়ুন কবির মোল্লা, প্রাক্তন অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম, প্রভাষক মো. মোজাম্মেল হক, সরকার মো. মইনুল হক, আয়োজক কমিটির সদস্য সচিব প্রাক্তন শিক্ষার্থী আমেরিকা প্রবাসি বিচক্ষণ ব্যাক্তিত্ব মো.আব্দুর রাজ্জাক, মো. তরিকুল ইসলাম,নুর মোহাম্মদ নুরুল্লাহ, মো. ইমান হোসেন ইমন,শিক্ষার্থী জাহিদ আল হাসান রিয়াদ,রাসেল আহমেদ শুভ ও মো. হাবিবুর রহমান শাহ আলম প্রমূখ। পরে সংবর্ধনা প্রাপ্ত ব্যক্তির মাঝে সম্মানণা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য অনুষ্ঠানটি সফল ও সার্থক করতে বিশেষ ভুমিকা রাখেন হোমনার কৃতি সন্তান আমেরিকায় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেলোয়ার মমিন। এছাড়া হোমনা উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ আলাউদ্দিন প্রধান ও সাধারণ সম্পাদক মোঃ সজিব খান পাশে থাকায় আয়োজক কমিটি, দেলোয়ার মমিন সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button