slider

হেলিকপ্টারে নববধূকে নিয়ে বাড়িতে ফিরলেন প্রবাসী

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের সুতী নকলা গ্রামের রাজন আহমদ মাসুদ, পিতা মাতার মনের আশা পূরণের জন্য দীর্ঘদিন প্রবাস জীবন পার করে শুক্রবার ৩১ মে তার নিজ বাড়ির আঙিনা থেকে পিতা ও মাতা কে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের স্বৈরচনি গ্রামে বিবাহ সম্পন্ন করে পুনরায় হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে নিজ বাড়ি কটিয়াদিতে ফিরে আসেন। রাজন আহমেদ মাসুদ কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের সুতি নকলা গ্রামের কৃষক মলু মিয়ার ছেলে। রাজন আহমেদ মাসুদ বিয়ে করেন পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের স্বৈরচনি গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে সাদিয়া আক্তার প্রিয়াকে। সাদিয়া আক্তার প্রিয়া কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার বর আহাম্মদ মাসুদ বলেন, তার পিতামাতার মনের আশা পূরণের জন্য দীর্ঘ পাঁচ বৎসর সৌদি প্রবাসী ছিলেন । তিনি সৌদি আরবের দামাম এলাকায় চাকরিজীবন শেষ করে দেশে ফিরে এসে ৩১ মে তারিখে নিজ বাড়ির আঙিনা থেকে পিতা-মাতাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে কনের বাড়ি পাকুন্দিয়া উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের স্বৈরচনি গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে সাদিয়া আক্তার প্রিয়াকে বিয়ে করে অনুষ্ঠান শেষে পুনরায় নববধূ ও পিতা-মাতাকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের সুতি নকলা গ্রামে ফিরে আসেন। রাজন আহমদ মাসুদের এই বিবাহকে কেন্দ্র করে এলাকার কৌতূহলের সৃষ্টি হয়। এ সময় রাজন আহমদ ও তার নববধূকে দেখার জন্য অসংখ্য লোকজন ভিড় জমায়। লোকজন বলেন এখানে এটাই প্রথম কণের বাড়িতে বিয়ে করতে হেলিকপ্টারে চড়ে যাওয়া এবং বিয়ে শেষে পুনরায় নববধূকে নিয়ে হেলিকপ্টারে চরে নিজ বাড়িতে আসা যা এলাকায় এ ধরনের বিয়ের যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে। এক প্রশ্নের উত্তরে রাজন আহমদ মাসুদ বলেন, “আজ আমি আমার পিতা মাতার মনের আশা পূরণ করতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি এবং আমি উপস্থিত সবার কাছে দোয়া চাই, আমি যেন নববধূ ও মাতা পিতাকে নিয়ে সুখী হতে পারি”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button