sliderস্থানীয়

‘হৃদয়ে বাঘাইছড়ি’র দায়িত্বে জসিম, দ্যুতি ও সৌরভ

বাঘাইছড়ি প্রতিনিধি: সামাজিক সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন “হৃদয়ে বাঘাইছড়ি” ৬ষ্ঠ কার্যকরী পরিষদ ২০২৪-২৫ গঠন করা হয়েছে।

নান্দনিক বাঘাইছড়ির জন্য আমরা এই প্রতিপাদ্যে গঠিত রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ছাত্র ও তরুণদের নিয়ে গঠিত সামাজিক সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ২০২৪-২৫ গঠন করা হয়েছে।

সংঠনের প্রধান সমন্বয়ক চট্টগ্রাম মেট্রোপলিটন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও হৃদয়ে বাঘাইছড়ির প্রধান সমন্বয়ক জুয়েল দেব এবং হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠা সভাপতি স্বাক্ষরিত প্যাডে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘোষণা করা হয় সংগঠনের ফেইসবুক পেইজে। কমিটিতে যাদের দায়িত্ব প্রদান করা হয়েছে সভাপতি-মো: জসিম উদ্দিন, সহ সভাপতি-মিজানুল ইসলাম রুবেল, সহ সভাপতি-দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক-দ্যুতি চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক-আব্দুল জলিল, সহ সাধারণ সম্পাদক-শাহরিয়ার রাকিব,সাংগঠনিক সম্পাদক-মেহেদী হাসান সৌরভ, সাংগঠনিক সম্পাদক-লিটন চাকমা, শিক্ষা বিষয়ক সম্পাদক-বিজয় দে, মহিলা বিষয়ক সম্পাদক-নাসরিন আক্তার, অর্থ সম্পাদক-তৈয়বুর রহমান, দপ্তর সম্পাদক-শান্ত দেব, প্রচার সম্পাদক-অর্কিড চাকমা, প্রবাসী সম্পাদক-সালাউদ্দিন কাদের, কার্যকরী সদস্য-হাবীবু রহমান সুজন, তৃপ্তি চাকমা ও বিনয় ত্রিপুরা।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান জানান, নান্দনিক বাঘাইছড়ির জন্য আমরা এই প্রতিপাদ্যে ২০১৮ সালের ২৫ ডিসেম্বর একঝাঁক তরুণরা মিলে গঠন করি সামাজিক সেবামূলক অরাজনৈতিক এবং অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন যার নাম “হৃদয়ে বাঘাইছড়ি” হাটি হাটি পা পা করে সংঠনের বয়স এখন ৬ (ছয়) বছর, আমরা বিভিন্ন জেলা শহরে পড়াশোনা করা ও চাকুরিজীবী বাঘাইছড়ির সন্তানদের নিয়ে কার্যক্রম পরিচালনা করে থাকি যার দরুন আমাদের বেশ কয়েকটি ইউনিট কমিটি রয়েছে এবং একটি কেন্দ্রীয় কমিটি রয়েছে আজ ৬ষ্ঠ কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে, বিগত দিনের ন্যায় ভবিষ্যতেও হৃদয়ে বাঘাইছড়ির প্রতি সকলের সহযোগিতা ও ভালোবাসা কামনা করেন তিনি।

সংঠনের প্রধান সমন্বয়ক জুয়েল দেব বলেন, বাঘাইছড়ির পিছিয়ে পড়া শিক্ষার্থী, দরিদ্র রোগীর কল্যাণের লক্ষে গড়ে উঠা সংগঠনটি আরো বেশ কিছু কার্যক্রমে জড়িত তার মধ্যে উল্লেখযোগ্য স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, দুর্যোগে সহযোগিতা, সরকারের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে সহযোগীতা, প্রশাসনের বিভিন্ন দিবসে সহযোগিতা, দরিদ্র মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগীতা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, জার্নি টু ইউনিভার্সিটি নামক প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির লক্ষে মেধাবী শিক্ষার্থীদের সহযোগীতা সহ বিভিন্ন শিক্ষা মূলক কাজে জড়িত। সংগঠনে থাকা স্বেচ্ছাসেবীদের সাথে আমিও ভালো কাজে অংশগ্রহণের চেষ্টা করি এর মধ্যে বিভিন্ন কাজের ভুল ত্রুটি থাকতে পারে যা পরিহার করে ভালো কাজটি গ্রহণ করে সকলের সহযোগীতা কামনা করি।

সংঠনের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, দেশের বৃহত্তর উপজেলা বাঘাইছড়ি সহ বিভিন্ন জেলা শহরে থাকা বাঘাইছড়ির সন্তানদের নিয়ে বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো, কেন্দ্রীয় কমিটি গঠনের পাশাপাশি শিগ্রই আমাদের ইউনিট কমিটি গুলো গঠন করে পুরোদমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবো।

Related Articles

Leave a Reply

Back to top button