হুয়াওয়ের ফোনে ইনস্টল করা যাবে না ফেসবুক, হোয়াটসঅ্যাপ

হুয়াওয়ের নতুন ফোনগুলোতে আর ফেসবুক অ্যাপ আগে থেকেই ইনস্টল (প্রি-ইনস্টলেশন) করা যাবে না। ফেসবুক ইনকরপোরেশন এ ঘোষণা দিয়েছে। একইসঙ্গে এই ফেসবুক ইনকরপোরেশনের মালিকানাধীন আরও দুই সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামও হুয়াওয়ের নতুন ফোনে আগে থেকেই ইনস্টল করা যাবে না।
বার্তা সংস্থা রয়টার্সকে ফেসবুক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তথ্যপ্রযুক্তিতে গোয়েন্দা নজরদারির অভিযোগ এনে চীনের এ প্রযুক্তি কোম্পানিটির ওপর যুক্তরাষ্ট্রের চলমান চাপ প্রয়োগের সর্বশেষ পদক্ষেপ এটি। বলা হচ্ছে, হুওয়ায়েকে আরও চাপে ফেলতে এবার মার্কিন সোশ্যাল নেটওয়ার্ক কোম্পানি ফেসবুককে হাতিয়ার করেছে ওয়াশিংটন। এর আগে হুয়াওয়ের ফোনে গুগলের সুবিধা কেড়ে নেওয়ার কথা বলে চাপ সৃষ্টি করে দেশটি।
তবে ইতোমধ্যে যারা হুয়াওয়ে ফোন কিনেছেন বা ব্যবহার করছেন, তারা অ্যাপসের মাধ্যমে ফেসবুক ব্যবহার করতে পারবেন। অ্যাপসটির আপডেটও করতে পারবেন।
নতুন করে যারা এ ফোন ব্যবহার করতে যাচ্ছেন বা নতুন করে অ্যাপস ইনস্টল দিতে চাইবেন, তারা ফেসবুকের অ্যাপসটি ইনস্টল করার কোনো সুযোগ পাবেন না। একইসঙ্গে নতুন করে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের অ্যাপসও ইনস্টল করা যাবে না চীনা প্রযুক্তি জায়ান্টের এই ফোনে।
কিন্তু কবে নাগাদ ফেসবুকের এ নিষেধাজ্ঞা আসছে, তা জানানো হয়নি।
ফেসবুক অ্যাপস হুয়াওয়ের ফোনে ইনস্টল না হলে কোম্পানিটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে বলে ধারণা করছেন প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা বলছেন, স্মার্টফোন বিক্রেতারা সবসময়ই দেখেন ফোনে জনপ্রিয় অ্যাপস, যেমন ফেসবুক- ইনস্টল বা সাপোর্ট করে কি-না। এ বিষয়ের দিকে নজর ক্রেতা বা ব্যবহারকারীরও।