দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার তিতাস উপজেলা পার্টির কার্যালয় প্রাঙ্গণে খতমে কোরআন, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমির হোসেন ভুইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেখার আহসান হাসান। তত্বাবধানে ছিলেন জাতীয় পার্টির কড়িকান্দি সদর ইউনিয়ন সভাপতি মোঃ শাহজালাল রিপন। আয়োজিত অনুষ্ঠানে হোমনা উপজেলা, তিতাস উপজেলা জাতীয় পার্টির ও সকল ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।