হুমকি দিয়ে ইরানের জনগণকে ভয় দেখানো যাবে না’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘ফাঁপা বুলি’ হিসেবে অভিহিত করে বলেছেন, “মিথ্যা অভিযোগ, হুমকি ও কটুক্তি করে কখনোই ইরানি জনগণকে ভয় দেখানো যাবে না।”
তিনি শুক্রবার রাতে ট্রাম্পের ইরান বিদ্বেষী বক্তব্যের প্রতিক্রিয়ায় এক টুইটার বার্তায় লিখেছেন, একথা সবার জানা যে, ট্রাম্পের বন্ধুত্ব শুধুমাত্র তাদের জন্য যারা তার পণ্যের জন্য সবচেয়ে বেশি মূল্য দিতে রাজি হয়।
মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, ট্রাম্পও তার পূর্বসুরিদের মতো একদিন উপলব্ধি করবেন যে, হুমকি, মিথ্যা অভিযোগ ও কটুক্তি করে ইরানি জাতিকে আপোষ করতে বাধ্য করা যায় না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাতে তার পূর্ব পরিকল্পিত ইরান বিদ্বেষী বক্তব্য রাখেন। তিনি ইরানকে পরমাণু সমঝোতার ‘চেতনা’ লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে দাবি করেন, আমেরিকার ইতিহাসে এটি সবচেয়ে খারাপ চুক্তি এবং তিনি যখনই প্রয়োজন মনে করবেন তখনই এটি বাতিল করে দেবেন। ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছেন।