sliderস্থানীয়

হিলসিটি একাডেমির অভিভাবকদের মানববন্ধন

সিলেট প্রতিনিধি: সিলেট শিবগঞ্জস্থ হিলসিটি একাডেমির অভিভাবকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর সকাভল ১১টায় হিলসিটি একাডেমির প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিভাবক পরিষদের সভাপতি আখতার হোসেন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ৩৫ বছরের পুরাতন প্রতিষ্ঠান হিলসিটি একাডেমি। এখানে ৪ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। বাংলা মিডিয়ানের এ প্রতিষ্ঠানটির সুনাম সিলেট শহরের মধ্যে অন্যতম।

সম্প্রতি একাডেমির পরিচালক হেনা সিদ্দিকী শিক্ষার্থীদের অভিভাবকদের না জানিয়ে প্রতিষ্ঠানটি বিক্রি করেছেন। নতুন পরিচালক জোর পূর্বক প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে এতো বছরের পুরাতন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছেন। বাংলা মিডিয়ামের পরিবর্তে তিনি ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সন, বিকাল বেলা মাদ্রাসা শিক্ষা চালু করার পায়তারা করছেন। যা অভিভাবকরা কোন ভাবে মেনে নিচ্ছেন না। হিলসিটি একাডেমির পরিচালক হেনা সিদ্দিকীর সাথে অভিভাবকরা লিখিতভাবে জানান যে, হিলসিটি একাডেমির নাম ও শিক্ষা কাঠামো আগের মতো বহাল থাকবে। প্রয়োজনে অভিভাবকেরা ভর্তি ফি, মাসিক বেতনসহ অন্যান্য ফি বাড়িয়ে দিবেন। কিন্তু তিনি এসবের কর্ণপাত না করে নতুন পরিচালকের কাছে হস্তান্তর করেন। আগামি রবিবার থেকে শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষা। শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাত ঘটিয়ে নতুন পরিচালক স্কুলে রংয়ের কাজ চালু করেছেন। এতে অনেক শিক্ষার্থী অসুস্থতায় ভূগছেন।

বক্তারা আর বলেন, পরিচালক হেনা সিদ্দিকীর সাথে অভিভাবকরা একাধিক বার বসলেও তিনি প্রতিষ্ঠান বিক্রির কথা বার বার অস্বীকার করেন যা চরম মিথ্যাচার। তিনি শিক্ষার্থীদের শিক্ষার কথা চিন্তা না করে তার আর্থিকভাবে লাভবান হওয়ার কথা আগে চিন্তা করলেন। শিক্ষা জীবনের মাঝপথে হুট করে শিক্ষার্থীরা ইংলিশ মিডিয়াম ও মাদ্রাসা শিক্ষার সাথে খাপ খাবে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে তাদের এ থেকে সরে আসতে হবে। হিলসিটি একাডেমি আগের মতো শিক্ষা ব্যবস্থা ও নাম বহাল রাখতে হবে।
সভায় বক্তব্য দেন হিলসিটি একাডেমির অভিভাবক পরিষদের সভাপতি আখতার হোসেন খোকন, সাধারণ সম্পাদক ফয়ছল, হিফজুর রহমান খান, ইফজালুর রহমান, মাহবুবুর রহমান, রাজন পাল প্রমুখ

Related Articles

Leave a Reply

Back to top button