sliderস্থানীয়

হিজবুল্লাহ যুক্ত হওয়ায় তীব্রতা বেড়েছে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যোগ দিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র দল হিজবুল্লাহ। এতে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

হামাস-হিজবুল্লার এ আক্রমণে এখন পর্যন্ত ৬০০ ইসরাইলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে নিহত ৪৪ জন সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে এ যুদ্ধে অংশ নিয়েছি। এ সময় আমরা ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরাইল কর্তৃক দখলকৃত শিবা ফার্মে আক্রমণ করি। সেখানে তিনটি পোস্টে গাইডেড রকেট ও গোলা বর্ষণ করেছি।’

রোববার ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তাদের একটি ড্রোন শিবা ফার্মের হার ডভ এলাকায় হিজবুল্লাহর একটি পোস্টে আঘাত হেনেছে। সেখান থেকেই ইসরায়েলি ভূখণ্ডে গুলি চালানো হয়েছিল হিজবুল্লাহ।

ইসরাইলি বাহিনী আরো বলেছে, ‘তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তারা ইসরাইলের নাগরিকদের নিরাপত্তা রক্ষা করতে থাকবে।’

উল্লেখ্য, তেল আবিব ১৯৬৭ সাল থেকে শিবা ফার্মের ৩৯ বর্গ-কিমি জমি দখলে রেখেছে। সিরিয়া ও লেবানন উভয়ই দাবি করে যে শিবা ফার্মগুলি তাদের। তবে এ ঘটনায় লেবানন সরকারের কোনো বিবৃতি পাওয়া যায়নি।

সূত্র : আলজাজিরা

Related Articles

Leave a Reply

Back to top button