sliderস্থানীয়

হাসিনা দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন : জাতীয় নাগরিক কমিটি

মৌলভীবাজার প্রতিনিধি: শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে প্রতি মুহূর্তে ষড়যন্ত্র করছেন মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, ‘আওয়ামী লীগ তার পুরনো হিন্দু-মুসলিম খেলায় মেতে উঠেছে। তাই আমাদেরকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার পৌর মিলনায়তনে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় ব্ক্তারা এ কথা বলেন।

মৌলভীবাজার সার্চ কমিটির সদস্য ফাহাদ আলমের সঞ্চালনায় জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের মধ্যে শাহাব উদ্দিন বাবলু, লিটন আহমেদ ও বিলাল আহমদ তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক কেন্দ্রীয় কমিটি সদস্য প্রীতম দাশ। এর আগে কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন অডিও বক্তব্য দেন।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য প্রিতম দাশ বলেন, ‘শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের মানুষকে কিভাবে দমানো যায়, কিভাবে আবারো সেই ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরিয়ে নেয়া যায়, দেশকে কিভাবে অশান্ত করা যায় সে প্রচেষ্টা করছে। বাংলাদেশের মানুষ তার এই ফাঁদে পা দেয় নাই।’

তিনি বলেন, ‘আপনার আমার পাশে সেই ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো জাতির মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। আমরা এই বিভাজনের বিরুদ্ধে একটা জাতীয় ঐক্য গড়তে চাই।’

Related Articles

Leave a Reply

Back to top button