sliderস্থানীয়

হাসনা জসীম উদদীন মওদুদের দলীয় নেতাকর্মিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী নোয়াখালী ৫ আসনের সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদদীন মওদুদ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিদের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার (১১ জুলাই) বিকাল ৫ টার দিকে বসুরহাট বাজারের ব্যবসায়ী, সাধারণ জনগণ ও দলীয় নেতা-কর্মিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে ঈদের শুভেচ্ছা পৌঁছান এবং কুশল বিনিময় করেন।
পরে কারা নির্যাতিত চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিবারের সদস্যদের সাথে তাদের বাসায় গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে হাসনা জসীম উদদীন মওদুদ আবুল কালাম আজাদের মুক্তি দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শওকত হোসেন সগীর, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল, চরহাজারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন সুমন,ছাত্রদলের সাবেক সভাপতি আতোয়ার হোসেন পাভেল, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Back to top button