sliderস্থানীয়

হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করলেন পুলিশ

তজুমদ্দিন ভোলা প্রতিনিধি : চাকুরির তিলতিল করে জমানো টাকা জমি ক্রয়ের জন্য তিন লাক্ষ উনপঞ্চাশ হাজার টাকা ব্যাংক থেকে তুলে বাসুদেব একটি ব্যাগে ভরে ঢাকা থেকে হাকিমুদ্দিন নেমে বাড়ির উদ্দেশ্যে অটো রিকশা করে তজুমদ্দিন ফিরছিলেন তিনি। ভুল করে সেই ব্যাগটি না নিয়েই অটোরিকশা থেকে নেমে যান তিনি। পরবর্তীতে সেখানে সেই অটো রিক্সা আর পাননি বাসুদেব ।

বিষয়টি পুলিশকে জানালে কয়েক ঘণ্টার মধ্যেই সেই টাকা উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিয়েছে তজুমদ্দিন থানা পুলিশ। রবিবার (১৬ জুন) রাতে তজুমদ্দিন থানায় ভুক্তভোগী বাসুদেবের হাতে হারিয়ে যাওয়া টাকার ব্যাগ তুলে দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ।

জানা গেছে, রবিবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে বাসুদেব চন্দ্র দাস (৩৫) নগদ ৩ লাখ ৪৯ হাজার টাকাভর্তি একটি ব্যাগসহ ঢাকা থেকে বোরহান উদ্দিন এলাকায় হাকিমুদ্দিন লঞ্চ ঘাটে নেমে অটো গাড়ি করে তজুমদ্দিন উদ্দেশ্যে রওনা হয়। অতঃপর কুঞ্জের হাট পৌঁছে অজ্ঞাতনামা অটো রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তিনি অটো রিক্সায় বসে টাকার ব্যাগটি পাশে রাখেন । পরবর্তীতে মুচিবাড়ি বাজারে আসলে ভুলবশত টাকার ব্যাগটি রেখে অটোরিকশা থেকে নেমে যান। কিছুদূর যাওয়ার পর ব্যাগের কথা মনে পড়লে সেখানে ছুটে গিয়ে দেখে অটোরিকশাটি স্থান ত্যাগ করেছে। পরে আশেপাশে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে অটোরিকশাটিকে না পেয়ে তজুমদ্দিন থানায় গিয়ে একটি সাধারণ ডায়রি করেন বাসুদেব ।

তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সাধারণ ডায়রির তদন্তকারী কর্মকর্তা এসআই এমদাদ ও এএসআই মহিউদ্দিন তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান এবং আশপাশের বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ওই রিকশাচালককে শনাক্ত করেন। বোরহান উদ্দিন মুলাইপত্তন ৮নং ওয়ার্ড রিক্সা চালক রিয়াজ থেকে তিনলক্ষ উনপঞ্চাশ হাজার টাকা উদ্ধার করেন। টাকার ব্যাগটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করা হয়। মানবিক দিক বিবেচনা করে খুবই দ্রুততার সাথে কাজটি করার চেষ্টা করেছে পুলিশ।

হারানো টাকা ফিরে পাওয়ার পর পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাসুদেব চন্দ্র দাস জানান, পুলিশ এত দ্রুত আমার হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে দিতে পারবে তা আমি চিন্তাও করিনি। এখন আমি অনেক খুশি। একজন অসহায়ের পাশে এভাবে দাঁড়ানোর জন্য পুলিশের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই।

Related Articles

Leave a Reply

Back to top button