sliderরাজনীতিশিরোনাম

হামিদুল হকের মৃত্যুতে বামপন্থী আন্দোলন এক নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে

বিশিষ্ট বামপন্থী নেতা হামিদুল হক গতরাতে শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। তিনি ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি ও বাম গণতান্ত্রিক জোট এর অন্যতম নেতা।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে দেশের বিশিষ্ট বামপন্থী নেতা বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনেরর সভাপতি কমরেড হামিদুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন, তাঁর মৃত্যুতে দেশের বামপন্থী প্রগতিশীল আন্দোলন এক নিবেদিতপ্রাণ নেতা ও সংগঠককে হারিয়েছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গত পাঁচ দশকে দেশের বিপ্লবী গণতান্ত্রিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তিনি গুরুত্বপূর্ণ স্বাক্ষ দিয়েছিলেন। গণতান্ত্রিক বাম মোর্চা ও বাম গণতান্ত্রিক জোটেও তিনি বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেছেন।

তিনি বলেন, সাম্যবাদী বিপ্লবী আদর্শে বিশ্বাসী হামিদুল হক ছিলেন, ঋজু, স্পষ্টভাসী ও সাহসী। দেশের মানুষের অধিকার ও মুক্তির লক্ষ্যে তিনি আমৃত্যু কাজ করেছেন। কমরেড হামিদুল হকের শুণ্যতা বহুদিন অনুভূত হবে।

বিবৃতিতে তিনি হামিদুল হকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার স্বজন, সহকর্মী ও গুণমুগ্ধদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রেস বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Back to top button