sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

হামাস-ইসরাইল অস্ত্রবিরতি : প্রতিবাদে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

বাসস : ফিলিস্তিনী প্রতিরোধ আন্দোল হামাসসহ উপত্যকার অন্যান্য গ্রুপগুলো গাজা উপত্যকায় ইসরাইলের সাথে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। গাজায় চলতি বছরের সবচেয়ে ভয়াবহ সহিংসতার পর মিসরের মধ্যস্থতায় মঙ্গলবার এ অস্ত্রবিরতির ঘোষণা দেয়া হয়। হামাসসহ গ্রুপগুলোর এক বিবৃতিতে বলা হয় তারা অস্ত্রবিরতি মেনে চলবে, যদি ইসরাইলও একই কাজ করে। খবর এএফপি’র।
তবে এ ঘোষণার প্রেক্ষিতে ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। কিন্তু দেশটির কট্টরপন্থী প্রতিরক্ষা মন্ত্রী এভিগডর লিবারম্যান বলেন, তিনি হামলা বন্ধের পক্ষে নন। মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের সাথে অস্ত্রবিরতির চুক্তির প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী আভিগডর লিবারম্যান। বুধবার তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
গাজায় ২০১৪ সালের পর ইসরাইল ও ফিলিস্তিনীদের মধ্যে সাম্প্রতিক সহিংসতা ছিল সবচেয়ে ভয়াবহ। গত ২৪ ঘন্টায় ইসরাইলী বিমান হামলায় সাতজন গাজাবাসী প্রাণ হারায়।
এদিকে মিসরও ওই বিবৃতিতে গাজায় সামরিক হামলা বন্ধের জন্যে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে।
এক সংবাদ সম্মেলনে লিবারম্যান তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি কার্যকর হবে। এর প্রতিক্রিয়ায় হামাস বলেছে, গাজার প্রতিরোধ আন্দোলনের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়েছে ইসরাইল। এটি হামাসের তথা ফিলিস্তিনিদের রাজনৈতিক বিজয়।
গাজায় রোববার থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই হামলার জন্য প্রতিরক্ষামন্ত্রী লিবারম্যানকে দায়ী করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button