মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি :”মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা উজ্জিবিত হোক আগামী প্রজন্ম”আজ মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবসে ঘিওর অঞ্চলের নালী বাজার সংলগ্ন মাঠে আলোর পথ শিশু শিক্ষা সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও বারসিক এর যৌথ আয়োজন বিকেল ৪.০০ ঘটিকা থেকে সন্ধা ৭.০০ ঘটিকা পর্যন্ত শিক্ষার্থীদের সাথে সৃজনশীল অনুষ্ঠানমালার অংশ হিসেবে আবৃত্তি, কুইজ ও বক্তৃতামালা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় ঘোস্তা দিদার মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মুজিবর রহমান এর সভাপতিত্বে সংগঠনের
সমন্বয়কারী মাইকেল আকাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কুদ্দুস মধু। কর্মসূচির ধারণাপত্র পাঠ করেন বারসিক কর্মকর্তা সুবীর কুমার সরকার। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী জনাব নিপু মালাকার , সমাজ সেবক মো রায়হান মিয়া ,কামনা সরকার, সাংবাদিক সিপন আহমেদ, আলোর পথ শিশু শিক্ষা সেচ্ছাসেবী সামাজিক সংগঠন থেকে মো মামুন মিয়া,হাসান মিয়া,রাজিব আহমেদ ,মানিক মিয়া,আবির,রাজু,ইমরান,রাসেল,জয়,সাব্বির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। এখনো অবহেলিত রয়েছে জেলার বীর শহীদের পরিবারগুলো।তাদের নামে স্কুল কলেজসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার নামকরণ করতে হবে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হোক। আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা ও সামাজিক মালিকানার শোষণ মুক্ত বহুত্ববাদী নারীবান্ধব সমাজ বিনির্মানে কাজ করতে চাই।