sliderস্থানীয়

হাতিয়ায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

মোঃ হানিফ উদ্দিন সাকিব,হাতিয়া প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু এর সভাপতিত্বে হাতিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২২ফেব্রুয়ারি) সকালে উপজেলা হলরুমে সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, মাহবুব মুর্শেদ লিটন। ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্ল্যহ। মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী । হাতিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম ছারওয়ার, হাতিয়া থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মোহাম্মদ আমির হোসেন।

হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুন্দার এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমির হোসেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল বাজেদ সবুজ,
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা পাপিয়া বেগম, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সমাজ সেবার প্রতিনিধি। মুক্তিযোদ্ধা, এবং উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ স্কুল, কলেজ এর প্রধানগণ ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন বক্তা হাতিয়া উপজেলার গত মাসের আইন শৃঙ্খলার দিক তুলে ধরেন। হাতিয়া উপজেলা বিভিন্ন জায়গা থেকে গরু চুরি হচ্ছে এবং সামনের দিকে যেন গরু চুরি না হয় সে বিষয়ে কথা তুলে ধরেন সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান, হাতিয়া বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ জিনিস এবং অস্বাস্থ্যকর খাবার নিয়ে কথা তুলে ধরেন হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুন্দার। হাতিয়া হেলমেট বিহীন মোটরসাইকেল এবং ওছখালী সদরে যানযট নিয়ে কথা তুলে ধরেন সাংবাদিক ইফতেখার হোসেন (তুহিন) এছাড়াও হাতিয়া উপজেলায় যে সকল স্থানে ইয়াবা, মদ, গাঁজা বিক্রি হচ্ছে ঐ সকল স্থানে কঠিন ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন, নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, নারী নির্যাতন চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button