Uncategorized
হাতিয়ায় ঝোপ থেকে অস্ত্র উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ঢারচর এলাকা সংলগ্ন ঝোপ থেকে অস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হাতিয়ার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন ঢালরের একটি ঝোপের মধ্যে থেকে বস্তা পেছানো অবস্থায় ২ রাউন্ড কার্তুজ, ও একটি পাইরোটেকনিক (রকেট লেঞ্জার) উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্রদারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
হাতিয়া কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া জানান, মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।