
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়ন থেকে ১২৬ পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।
আটক মো.হাসান ওরফে ইমন (২৩) সোনাদিয়া ইউনিয়নের সোনাদিয়া গ্রামের মেহেরাজের ছেলে। দীর্ঘ দিন থেকে সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে।
হাতিয়া দক্ষিণ জোন কোস্ট গার্ড স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৪টায় কোস্ট গার্ডের একটি বিশেষ দল উপজেলার কালীরচর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১২৬ পিস ইয়াবাসহ আটক করে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।