sliderস্থানীয়

হাতিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো।

এর আগে ২১এর প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে এম ওবায়দুল্লাহ বিপ্লব, এবং
সংসদ সদস্য আয়েশা আলীর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক গোপী চন্দ্র মজুমদার । পুস্পস্তবক অর্পন করেন, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, হাতিয়া প্রেস ক্লাব, হাতিয়া পৌরসভাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কেফায়েত উল্ল্যাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু, হাতিয়া থানার সার্কেল এসপি আমান উল্যাহ, হাতিয়া পৌর মেয়র কে এম ওবায়দুল্লাহ বিপ্লব, প্রেসক্লাব সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার, হাতিয়া উপজেলা, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মহিউদ্দিন মুহিন, শ্রমিকলীগ সভাপতি মো: আল আমীন, ছাত্রলীগের সভাপতি আব্দুল রাজ্জাক, উপজেলা যুবলীগের সদস্য মোঃ ফাহিম উদ্দিন প্রমুখ সকালে পরিষদ চত্বরে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃতি ও পুরষ্কার বিতরণ করা হয় বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button