sliderস্থানীয়

হাতিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলায় নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(২১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চরঈশ্বর ইউপির দক্ষিণ দিকে বাংলাবাজার নদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে নলচিরা নৌ-পুলিশ।
নলচিরা নৌ-পুলিশ সূত্রে জানা যায়, বিকালের দিকে বাংলাবাজার ঘাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ-পুলিশের নলচিরা ইউনিটের একটি দল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মরদেহটি উদ্ধার করে।
নলচিরা নৌ-পুলিশ ইউনিটের ইনচার্জ একরাম উল্যাহ রাত সাড়ে ৯টার দিকে গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্রোতের ভেসে মরদেহটি এখানে এসেছে। এখন পর্যন্ত পরিচয় জানা যায় নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button