sliderস্থানীয়

হাতিয়াতে ট্রাক্টর চাপায় এক ব্যক্তির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলায় মাঠি কাটার ট্রাক্টরের চাকায় চাপা পড়ে এক ব্যক্তি মারা।
নিহত মো.কাউছার উদ্দিন (৫০) উপজেলার হরনি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার হরনি ইউনিয়নর ৮নম্বর ওয়ার্ডের ট্যাংকির রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হরনি ইউনিয়নের প্রশাসনিক সদস্য মাওলানা আবু ছায়েদ জানান, আজ সকাল থেকে নিহত কাউছার ট্যাংকির রাস্তার মাথায় নিজের একটি ভিটি ট্রাক্টরে মাঠি এনে ভরাটের কাজ শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্রাক্টর মাঠি নিয়ে তাঁর ভিটিতে মাঠি আনলোড করতে আসে। ওই সময় ট্রাক্টর চালক তাকে গাড়ির পিছন থেকে সরে যেতে বলে। তিনি ট্রাক্টরের পিছনে দাঁড়িয়ে ছিলেন। আসস্মিক ট্রাক্টর চালক পিছনে গাড়ি ব্যাক দিলে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে কাউছারের মৃত্যু হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত কোন অভিযোগ করেনি।

Related Articles

Leave a Reply

Back to top button