sliderস্থানীয়

হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

বাগমারার প্রতিনিধি : রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেস ক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) অত্র প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

চার সদস্যের এ কমিটিতে সাংবাদিক হোসাইন মোঃ মোবারককে আহবায়ক এবং সাংবাদিক সোহেল রানাকে যুগ্ম আহবায়ক করে চার সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন, সাংবাদিক আল আমিন স্বাধীন সদস্য সচিব ও আলমগীর হোসেন কোষাধ্যক্ষ।

এ আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার সাধারণ সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে এ আহবায়ক কমিটি গঠন করা হয় ।

প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হোসাইন মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মোঃ মাহাবুর রহমান মনি, রায়হান ইসলাম, আশিক ইসলাম,রাজু আহমেদ সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ

Related Articles

Leave a Reply

Back to top button