খেলা

হাজার ছক্কা, নতুন রেকর্ড ইউনিভার্স বসের

দ্যা বস। ইউনিভার্স বস। নিজেকে সব সময় এমন বিশেষণে অভিহিত করেন খোদ ক্রিস গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটের হিসেবে তা অমূলক নয়। এই ভার্সনে অনেক রেকর্ডের মালিক ক্যারিবীয়ন মাস্টার ব্লাস্টার।
শুক্রবার রাতে আইপিএলে নতুন এক রেকর্ডই গড়লেন তিনি। আর সেটা ছক্কার দিক থেকে। টি টোয়েন্টি ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসাবে এক হাজার ছক্কা মারার অনন্য রেকর্ড এখন গেইলের।
শুক্রবার আইপিএলে গেইলের দল কিংস ইলেভেন পাঞ্জাব মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালসের। মাঠে নামার আগে ছক্কার হাজার থেকে ৭ ছক্কা দূরে ছিলেন গেইল। তিনি হাঁকান আট ছক্কা। ইনিংস শেষে এই সংস্করণে তার ছক্কা ১০০১টি। এর মধ্যে আইপিএলে তার ছ্ক্কা ৩৪৯টি, যা এই টুর্নামেন্টে সর্বোচ্চ।
টি-টোয়েন্টিতে ছক্কার সংখ্যায় গেইলের ধারের কাছেও নেই কেউ। অনেকটা পিছিয়ে দ্বিতীয়তে আছেন তারই স্বদেশী কাইরন পোলার্ড। তার ছক্কা ৬৯০টি।
মাইলফলক ছোঁয়ার এই ম্যাচে আক্ষেপে পুড়ছেন অবশ্য গেইল। এক রানের জন্য হয়নি সেঞ্চুরি। ৬৩ বলে ৯৯ করে জফরা আর্চারের বলে বোল্ড হন তিনি। আবার ম্যাচটাও হেরেছে তার দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button