sliderস্থানীয়

হাজারো ছাত্রের শহীদি লাশের বিনিময়ে সৈরাচারদের পতন ঘটেছে মিয়া গোলাম পরোয়ার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে বৈষম্য বিরোধী শহীদ হওয়া ছাত্রদের আর্থিক সহযোগিতা দিতে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন ছাত্রদের রক্তের বিনিময়ে আজ স্বৈরাচারের পতন হয়েছে এই শহীদদের মিছিলে যারা শরিক হয়েছেন তাদের সংখ্যা এক হাজারের ও বেশি বলে জানিয়েছেন তিনি, সেই শহীদি পরিবারদেরকে আর্থিক সহযোগিতা দিতে বাংলাদেশের প্রতিটি জেলায় জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল হাজির হচ্ছেন বলে জানান,
নিজ হাতে শহীদি পরিবারদেরকে দুই ল™ক্ষ টাকার চেক তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন,

প্রতিটি জেলার শহীদদের আশেপাশে যে সকল জামাতে ইসলামের লোকজন আছেন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান ও করেন তিনি, গোলাম পরোয়ার আরো বলেন আমরা বিগত দিনে জেল জুলুম হামলা মামলা সহ্য করার পরও আমরা বিচলিত হইনি আমরা হারিয়েও যাইনি বরং যারা হামলা মামলা জুলুম অত্যাচার নির্যাতন করেছেন তারাই আজ দেশ ছেড়ে পালিয়েছেন, আমরা সকলকে ভালোবাসা দিয়ে আহ্বান করব ইসলামের পথে আসার জন্য তবে স্বৈরাচারের দোসরেরা চুপ বসে নেই তারা একের পর এক ‘কু’ করে যাচ্ছে কিন্তু বাংলাদেশের জনগণ ছাত্র সমাজ এবং জামাতে ইসলামী সবাই সজাগ দৃষ্টিতে আছেন বলেও জানান তিনি, সবাইকে ঐক্যবদ্ধ থেকে জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করার আহ্বানও করেন তিনি,
চেক বিতরণ সভার সঞ্চালনা করেন পিরোজপুর জেলা জামাতর সেক্রেটারি জেনারেল জহুরুল হক সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা জামাতের আমির আলহাজ্ব তোফাজ্জল হোসেন ফরিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন এডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল,শামীম সাঈদী, মাসুদ সাঈদী সহ জেলা জামাতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব টগড়া আলিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা হারুনুর রশিদ সহ আরো অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button