sliderআন্তর্জাতিক সংবাদ

হাইতিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৯

হাইতিতে ঘূর্ণিঝড় ম্যাথিউ’র তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়েই চলছে। নিহতের সংখ্যা এখন এসে দাড়িয়েছে ৩৩৯ জনে। আলজাজিরা এ খবর জানিয়েছে।
ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর সরকারি বিভিন্নি এজেন্সি ও কমিটির দেয়া নিহতের সংখ্যায় তারতম্য দেখা দিচ্ছে।
বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা নিহতের সংখ্যা ২৮৩ বলে জানায়। কিন্তু পরে বার্তা সংস্থা রয়টার্স সিভিল প্রটেকশন এজেন্সির কর্মকর্তাদের দেয়া তথ্যের বরাত দিয়ে নিহতের সংখ্যা ৩৩৯ বলে জানিয়েছে।
এছাড়া ম্যাথিউয়ের আঘাতে উপকূলের প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড় ম্যাথিউ বাহামা দ্বীপপুঞ্জ অতিক্রম করছে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্রের মতে স্থানীয় সময় শুক্রবার সকাল নাগাদ এটি আঘাত হানতে পারে ফ্লোরিডায়।
দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্লোরিডা ও সাউথ ক্যারোলাইনায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
এসব অঞ্চলের বন্দরগুলোতে সর্বোচ্চ সর্তক অবস্থা জারি করা হয়েছে।
জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র প্রায় পাঁচ মিটার উঁচু জলোচ্ছ্বাসের আশংকা করছে।
প্রায় কুড়ি লাখেরও বেশি মানুষকে উপকূলীয় নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button