
নাসির উদ্দিন, হরিরামপুর প্রতিনিধি : হরিরামপুর চরাঞ্চল পাটগ্রাম চর আশ্রয়ন প্রকল্পে চরাঞ্চরের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত স্বাস্থ্য সেবা ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়ে সহযোগিতা ডা. তৌফিকুল করিম এমবিবিএস (আর এস এফ) হরিরামপুর মানিকগঞ্জ। শিশু নারী ও প্রবীন সহ মোট ৪৫ জন মানুষকে ফ্রি চিকিৎসা পত্র সহ খাবার স্যালাইন দেওয়া হয়। শুরুতেই ডেঙ্গু বিষয়ক ও স্বাস্থ্য পরিচর্যার প্রাথমিক বিষয়গুলো নিয়ে সচেতনমুলক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় চিকিৎসক তৌফিকুল বলেন এখন শীত এ সময় বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষকে বিশেষ যত্ন নিতে হবে। আর ডেঙ্গু বিষয়ে সচেতন থাকা পরিস্কার-পরিচ্ছন্ন থাকা বিষয়ে পরামর্শৃ প্রদান করেন। আলোচনায় আরোও অংশগ্রহন করেন পাটগ্রামচর আশ্রয়ন প্রকল্প-২ সভাপতি সিদ্দিক মোল্লা বারসিক প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন লেছড়াগঞ্জ চর উন্নয়ন কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক রিনা কর্মৃকার । স্বাস্থ্য সেবা নিতে আসা অংশগ্রহনকারীরা জানান সরকারী সেবার পাশাপাশি যে গ্রামে কমিউনিটি ক্লিনিক বা উপস্বাস্থ্য কেন্দ্র নাই। সে গ্রামগুলোতে স্বাস্থ্য সেবা ক্যাম্পের মাধ্যেমে মানুষ উপকৃত হচ্ছে। তাছাড়া সরকারী বেসরকারী বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে মানুষের মধ্যে সচেনতা বৃদ্ধি পাচ্ছে।