হরিরামপুর চরাঞ্চলে জেন্ডার বিষয়ক কর্মশালা

নাসির উদ্দিন,হরিরামপুর প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার হরিরামপযুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদে “জেন্ডার ধারনা ও বিশ্লেষণ বিষয়ক” যুব কর্মশালা অনুষ্ঠিত হয়। নারী পুরুষের বৈষম্য হ্রাস করি, নারী বান্ধব সমাজ গড়ি এই বিষয়কে সামনে রেখে বেসরকারী উন্নয়ন সংস্থা বারসিক সহযোগিতায়, নটাখোলা যুব সংগঠনের আয়োজনে কর্মশালার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন,বারসিক প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন ও সত্যরঞ্জন সাহা। আর যুব কর্মশালার মুল বিষয় ভিত্তিক সহায়কয়ের দায়িত্ব পালন করেন, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়।
কর্মশালার শুরুতেই অংশগ্রহনকারীদের প্রত্যাশা ও তাদের জীবনের স্বপ্ননের কথা তুলের ধরেন।
তারপর ধারাবিাহিকভাবে জেন্ডার ধারনা, নারী পুরুষের মধ্যে বৈষম্য, সামাজিক অবস্থা ও অবস্থান, নারীর প্রতিসহিংসতা, নারী পুরুষের কাজ বিভাজন করা সহ চরের নারীর মর্যাদা ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। যুব কর্মশালার মধ্যে দিয়ে অংশগ্রহনকারী চরের যুব ও কিশোরী নারীদের সেলাই প্রশিক্ষন, হাঁসমুরগি পালন, জৈব সার তৈরির প্রশিক্ষনের জন্য নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির প্রত্যাশা করেন।
যুব কর্মশালা সভাপতিত্ব করেন নটাখোলা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি আকলিমা বেগম। কর্মশালায় লেছড়াগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, বারসিক চরাঞ্চলে কৃষি প্রাণ বৈচিত্র্য দুর্যোগ মোকাবেলায় করনীয়, নারীদের ক্ষমতায়ন,বাল্য বিবাহ সহ বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন করে আসছে। ইউনিয়ন পরিষদ চরের এই ধরনের কার্যক্রম বাস্তবায়নে সব সময় সহযোগিতা করা হবে। বিশেষ করে চরে বাল্য বিবাহ যাতে না হয় সে বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করেন।
যুব কর্মশালায় চরাঞ্চলের যুবটিমের সভাপতি মিঠু বলেন, যুবকদের মাধ্যমে সকল কাজ বাস্তবায়ন করা সম্ভব চরে অনেক দুর থেকে পায়ে হেটে স্কুলে আসে অনেক সময় নষ্ট হয়। তাই উপজেলা প্রশাসনের কাছে স্কুলে অধ্যায়ণরত শিক্ষার্থীদের জন্য সাইকেল চাহিয়া আবেদন দেবেন।