
হরিরামপুর প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৮ জুন) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার বি এম খোরশেদ।
এ সময় উপস্থিত ছিলেন দুই সহকারী নির্বাচন কমিশনার বাংলানিউজ২৪ডটকমের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সাজিদুর রাসেল এবং মাইটিভির জেলা প্রতিনিধি আজিজুল হাকিম।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ অাগামী ১০ জুন, মনোনয়নপত্র জমা ও বাছাই ১১ জুন, বৈধ প্রার্থী ঘোষণা ১২ জুন, মনোনয়ন প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১৪ জুন এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ জুন।
মোট আটটি পদে অনুষ্ঠিত হবে নির্বাচন। পদগুলো হলো, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দপ্তর সম্পাদক।